ঢাকা

The Date Here

প্রচ্ছদ

/

জাতীয়

ধলাঁচান গানে প্রথমবার দেখা যাবে একঝাঁক ভেড়ার পাল

বিনোদন ডেস্ক: 2 months ago

বাংলাদেশে প্রথমবারের মতো ভেড়ার পালসহ একটি মনোমুগ্ধকর মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন নাট্য নির্মাতা রানা বর্তমান। নতুন এই গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ। ইতোমধ্যে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়ে এখন সম্পাদনার টেবিলে।

“ধলাঁচান” নামের এই গানের কথা লিখেছেন এবং ভিডিওটি পরিচালনা করেছেন রানা বর্তমান, যিনি মূলত পারিবারিক নাটক নির্মাণের জন্য পরিচিত। তিনি বলেন, “এ ধরনের গান লেখা আমার জন্য নতুন, তবে বর্তমান পরিস্থিতি এবং দর্শকদের চাহিদা বিবেচনায় গানটি রচনা করেছি। আমরা আশা করছি, দর্শকরা গানটির পাশাপাশি ভিডিওটিও উপভোগ করবেন।”

গানের ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন জন জাহিদ এবং এক নতুন মুখ অদিতি রহমান জিদনী। সঙ্গীতটির সুর ও কম্পোজিশন করেছেন ফুয়াদ আল দালিম এবং রাকেশ রকি। প্রযোজনা করছেন কানাডা প্রবাসী বাংলাদেশি প্রযোজক রিচ গোমেজ।

গায়িকা জেনিফার গোমেজ বলেন, “ধলাঁচান গানটি কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই বেশ বড় পরিসরে তৈরি করা হয়েছে। নতুন বছরের জন্য আমরা আরও একটি গান, ‘স্বপ্নের আমার কষ্ট বড়’ রিলিজ করার পরিকল্পনা করছি। ভালোবাসা দিবস উপলক্ষেও একটি রোমান্টিক গান রিলিজ হবে, যার সুর দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি। এছাড়া বৈশাখী মেলাকে কেন্দ্র করে ‘বাংলার মেলা’ গানটি তৈরি করা হয়েছে, যার কথা লিখেছেন রিপন এবং সুর দিয়েছেন মোহাম্মদ মিলন। ইতোমধ্যে সব গানের রেকর্ডিং শেষ হয়েছে। সবগুলো গান জেনিফার গোমেজ ইউটিউব চ্যানেলে শিগগিরই দেখা যাবে।

বিনোদন ডেস্ক: