ঢাকা

The Date Here

প্রচ্ছদ

/

জাতীয়

বাগেরহাটে ডিসি ও সিভিল সার্জনের অপসারণের দাবিতে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি: 2 days ago

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান ও সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। দাবির পক্ষে একাত্বতা ঘোষনা করে জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহন করেন।

 এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, মাহবুবুর রহমান টুটুল, যুবদল নেতা হারুণ-অর-রশীদ, সুজা উদ্দিন মোল্লা সুজন, মহিলা দল নেত্রী শাহিদা আক্তারা প্রমুখ।

 কর্মসূচি থেকে জেলা প্রশাসককে ৭২ ঘন্টার মধ্যে বাগেরহাট ছেড়ে যাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। তা না হলে আরও অনেক বড় কর্মসূচির ঘোষনা দেন আন্দোলনকারীরা।

 গেল বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে রায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জেনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

বাগেরহাট প্রতিনিধি: