বাগেরহাট প্রতিনিধি 2 months ago
বাগেরহাট প্রতিনিধি
যৌতুক না দেওয়ায় অন্যত্র বিয়ে করায় এসআই শেখ শাহরিয়ার রহমান (৩৪) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রথম স্ত্রী শারমিন আক্তার(২৮)। মঙ্গলবার(৪ জুলাই) শারমিন আক্তার বাদী হয়ে মোকাম বাগেরহাট বিজ্ঞ অতিঃ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। এসআই শেখ শাহরিয়ার রহমান খুলনার খালিশপুর এলাকার এস.এম হাফিজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় পিবিআই হেড কোয়ার্টারে কর্মরত আছেন।
মামলায় শারমিন আক্তার জানান, ২০২০ সালের ৭ মার্চ শেখ শাহরিয়ার রহমানের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে বিভিন্ন সময় আমি ও আমার পরিবারের কাছে যৌতুক দাবি করে। গত ১লা জুন আমার স্বামী বাগেরহাটে আমাকে নিয়ে ঘুরতে আসে। খারদ্বার এলাকায় পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে আমার স্বামী ও তার সহযোগী লিমা আক্তার আমাকে যৌতুকের দায়ে রাস্তার মধ্যে মারপিট করে জখম করে। পরে খোজ নিয়ে জানতে পারি, গত ১৬ এপ্রিল লিমা আক্তারকে ২য় স্ত্রী হিসেবে বিবাহ করেছে আমার স্বামী। লিমা আক্তার বাগেরহাট সদর উপজেলার দশানী এলাকার শেখ সরোয়ার হোসেনের মেয়ে।
শারমিন আক্তার আরো জানান, বিয়ের পর থেকেই এসআই শেখ শাহরিয়ার রহমান বিভিন্ন ভাবে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়েছে। বিয়ের পর থেকে আমার পরিবারের কাজ থেকে একাধিকবার নগদ অর্থ, স্বর্নালংকার, ফার্নিসার ও বিভিন্ন সরঞ্জামসহ প্রায় ২০ লক্ষ টাকা নিয়েছে। পূনরায় ৫লক্ষ টাকা দিতে ব্যর্থ হওয়ায় সে অন্যত্র বিয়ে করেছে। তিনি আরো বলেন, আমার স্বামী একাধিক মহিলার সাথে পরকিয়ার জড়িয়েছে। এ নিয়ে কয়েকবার প্রশাসনের মাধ্যমে সালিশী ও হয়েছে। আমি তার সঠিক বিচার চাই।
এ বিষয়ে শারমিন আক্তারের পিতা মোঃ মহিউদ্দিন শেখ জানান, আমার কোন ছেলে সন্তান নাই। শেখ শাহরিয়ারকে নিজের ছেলের মতই ভালোবাসতাম। আমার মেয়ের সুখের কথা চিন্তা করে শাহারিয়ার যখন যা চেয়েছে আমি সাধ্যমত দিয়েছি। নিজের জমি বিক্রি করেও তাকে টাকা দিয়েছি। কিন্তু শাহারিয়ার যে কাজ করছে তা কোন ভাবেই মেনে নিতে পারছি না। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় অভিযুক্ত এসআই শেখ শাহরিয়ার রহমান বলেন, আমি লিমা আক্তারকে বিয়ে করেছি এটা সত্য। কিন্তু কোন মারধর করিনি। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্য করবার জন্য মিথ্যা মামলা করেছে
বাগেরহাট প্রতিনিধি
জাপান থেকে আমদানী করা বিলাসবহুল ৪৯৮ গাড়ি মোংলা বন্দরে
উপকূলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উত্তরণের উপায় দেখালেন তরুণেরা
বাগেরহাটে বেশি দামে আলু, পিয়াজ, সয়াবিন তেল বিক্রি ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নেশাগ্রস্ত যুবকের হামলায় পথচারী নিহত, ২ পুলিশ আহত
বাবা হারালেন ক্রিকেটার রুবেল হোসেন
বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে কচুয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
ফকিরহাটে মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বাগেরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বাগেরহাটে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইন
বাগেরহাটে প্রকল্পের টাকা আত্মসাৎ বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ
পেট্রোকম এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন, চাষীদের ক্ষতিপূরণ দাবি
বাগেরহাটে পেট্রোকমের ধান ও ঔষধ ব্যবহারে সর্বশান্ত কয়েক হাজার কৃষক, ক্ষতিপূরণ দাবি
যৌতুক না দেওয়ায় অন্যত্র বিয়ে, এস.আই এর বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা
বাগেরহাটে ব্যাবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাটে মুক্তিযোদ্ধা পরিবারকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ