ঢাকা

The Date Here

প্রচ্ছদ

/

জাতীয়

‘সাইবার নিরাপত্তা আইন’ মন্ত্রী পরিষদ সভায় ‘সাইবার নিরাপত্তা আইন’ অনুমোদন: গণতন্ত্র মঞ্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক : 1 year ago

গণতন্ত্র ম‌ঞ্চের নেতারা ব‌লে‌ছেন, আজকের মন্ত্রী পরিষদ সভায় ‘সাইবার নিরাপত্তা আইন’ অনুমোদন দি‌য়ে‌ছে। যা ‘নতুন বোতলে পুরাতন মদই। এ ধরনের আইন মত প্রকা‌শের স্বাধীনতা‌কে বাধাগ্রস্ত কর‌বে। হয়রানিমূলক এই আইন অনু‌মোদন দেওয়ায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা‌চ্ছি।

সোমবার ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে জো‌টের কেন্দ্রীয় পরিচালনা কমিটির এক সভায় নেতারা এসব কথা ব‌লেন।

তারা ব‌লেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরাকে অন্যায়ভাবে আটক রাখা হ‌য়ে‌ছে। একইভা‌বে খুলনার আনিসা সিদ্দিকাকে গ্রেপ্তার ক‌রে মানবতা বি‌রোধী অপরাধ করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।

সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দীপু, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস ও যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য বাচ্চু ভুইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাবিবুর রহমান, ইমরান ইমন প্রমুখ।

জ্যেষ্ঠ প্রতিবেদক :